বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩২৪
চলচ্চিত্রের গান

নাম শকুন্তলা তার, যেন বৃন্তচ্যুত ফুলভার
ছন্দময়ী যেন তটিনী বনহরিণী
সে আমার, সে আমার ॥

সখীরে প্রিয়ংবদে, অনসূয়ে বলোনা
একি রে আমার হল, মনে মন রয় না
কেন তারে হেরিলাম, হরিল সবই আমার ॥

রাজাধিরাজ কুমার মনমৃগ সে ক'রে শিকার
অন্তরালে যায় চলিয়া হৃদি দলিয়া
লীলা তার বোঝা ভার ॥

কিসেরই রাজা আমি কী হবে সিংহাসনে,
হীরামণি মানিক্যে, বিলাসে ও ব্যসনে?
ভিখারি তাহারই প্রেমে হয়েছি, মেনেছি হার ॥

প্রেম জ্বরে জরোজরো, হিয়া কাঁপে থরোথরো
আঁখি ঝরে ঝরোঝরো, হয়েছি গো মরোমরো।
মরি যদি তারে বোলো, নাহি অভিযোগ আমার ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩০০