নাম তার মল্লিকা কিংবা সে জুঁই
ঠিক মনে পড়ে না হল বছর দুই
শুধু জানি যে তার কারণে
ভুলে গিয়েছি আহার নিদ্রা দুই ॥ (হে)হায় কেন জিজ্ঞাসা করিনি তখন?
চোখে চোখে চেয়ে শুধু দিয়েছি মন।
কি যে মোহে ছিনু দোঁহে (ও)
সে ভুলের মাশুল দিতে জ্বলি যে নিতুই ॥তারায় তারায় যেন তার চাহুনি
মিটি মিটি জ্বলে সে দেয় হাতছানি।
কেন ভুলে গেলে চলে?
বিহনে তার ভালো লাগে না কিছুই ॥