(১)নাও গান ভরে, নাও প্রাণ ভরে
সুরে যাই যেখানে প্রান্তর,
সোনার ধানের শিষে ডাকে সেখানে
সোনা ভরা অন্তর।সেই ঝিম ঝিম ঝিম ধরা
দিন দিন দিন সেথা
ঝির ঝির ঝির ঝিরি বাতাসে
ঝিন ঝিন ঝিন সুরে
ঝিঁঝিঁ ডাকা দুপুরের
শান্তির আহ্বান যে আসে,
সেই ঝিম ঝিম ঝিম ধরা
দিন দিন দিন সেথা
ঝির ঝির ঝির ঝিরি বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে ॥তোমায় খুঁজিয়া ফেরে বন গন্ধ
জীবন বীণার সুর খোঁজে ছন্দ।
চম্পাবতী আজও জাগেনি
ঘুম বুঝি তার, আজও ভাঙেনি।
পল্লীবধূর কঙ্কণ বাজে
তোমারই আসার আশে ॥
সেই ঝিম ঝিম... ॥
পাঠান্তর
(২)নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর,
সোনার ধানের শিষে
ডাকে সেখানে সোনা ভরা অন্তর।সেই ঝিম ঝিম ঝিম ধরা
দিন দিন দিন যেথা
ঝির ঝির ঝির ঝিরি বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে
ঝিঁঝিঁ ডাকা দুপুরে
শান্তির আহ্বান যে আসে।
সেই ঝিম ঝিম ঝিম ধরা
দিন দিন দিন যেথা
ঝির ঝির ঝির ঝিরি বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে ॥ডাক দেয় শোনো শোনো
তূর্য বেজেছে যে
রাত্রির অবসানে
সূর্য জেগেছে যে।
কুলুকুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে ॥
সেই ঝিম ঝিম ঝিম... ॥আর নয় দেরি আর নয়
বন্ধ ঘরে আর নয়
সুপ্তি ভেঙেছে যে মুক্তি ডেকেছে যে।
রঙে রঙে ধরণী, হল নানা বরণী
ঝর ঝর ঝরনার সুরে ॥
সেই ঝিম ঝিম ঝিম... ॥