নবারুণ রাগে রাঙেরে
অন্ধ কারা বন্দি দেশ
ভেদ-দীর্ণ মন ভরে
মিলন কমল সৌরভে
গর্জে সিন্ধু কণ্ঠেতে
গৌরীশৃঙ্গ শির মোদের
উচ্চে গৌরবে
জাগে নবপ্রাণে জাগেরে
সুপ্ত জনতা সিংহ তেজ॥ফের বাজে নতুন প্রাণে
শহিদ যারা ঘরে ঘরে
ক্ষুদিরাম-ভগৎ-যতীন
সূর্য সেন আসে ফিরে
কাল সর্প ভগ্ন দর্প
লুকাল অন্ধ বিবরে
জাগে নবপ্রাণে জাগেরে
সুপ্ত জনতা সিংহ তেজ ॥অবসান হবে এবার
শোষণপুরীর সমন বুঝি
জনগণমন জাগেরে
জাগেরে---জনগণমন জাগেরে
জাগে, নবপ্রাণে জাগেরে
সুপ্ত জনতা সিংহ তেজ ॥