নয়ন বিহীন চোখে স্মৃতিরা চেয়ে থাকে,
যে নিল বিদায় কেন দাঁড়ায়ে থাকে?
জীবনের তরু থেকে যে ফুল ঝরে গেছে
সে ফুলমালা বলো পরাব কাকে? ॥পিছে পড়ে রয়ে গেল কতনা সাথি সজন,
কত না কাঁদন-হাসি কত না মধুর স্বপন।
যে ধূপ জ্বলে জ্বলে ছাই হয়ে ঝরেছে
সুরভি তাহার কেন ছড়ায়ে থাকে? ॥যে আলো নিভিয়া গেছে জানি না সে কী মায়ায়,
আজও ধিকিধিকি জ্বলে এ মন কেন কাঁদায় ?
যে গানের শেষ হয়ে ছিঁড়েছে বীণার তার,
সুর কেন তার আজও শ্রবণে থাকে? ॥