বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৭৭
চলচ্চিত্রের গান

ও আমার যত সাধ স্বপন
করেছি মনেতে বপন,
তারি ফল সোনা তুই খোকন।
নিশিদিন সহি যন্ত্রণা
মরণের শুনি মন্ত্রণা,
তবু হেসে করি দিন যাপন ॥

সাধ কত ছিল,
বড়ো হবে খোকন সোনা,
সারা দেশ জুড়ে-জুড়ে,
নামে যশে হবে সে চেনা।
সে গরবে বুক ভরে যাবে আমার
আমি হব,
এ দেশের মাঝে এক গরবিনী মা ॥

দিন চলে যাবে,
আমি আর রব না তখন,
তবুও রাখিস মনে,
মা যে তোর দেখেছে স্বপন,
ছেলে তার হবে এক দেশের রতন
লেখায় পড়ায়,
আর কেউ নেই যে গো তাহার মতন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৫১