বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২১১
এই গানটির দুইটি পাঠান্তর রয়েছে

(১)
ও আমার প্রাণ সজনী চম্পাবতী কন্যা
হায় কত দিন রজনী তোরে যে দেখি না,
পদ্মদীঘির ঘাটে কি, এখনো তুমি আসো?
কামরাঙা শাড়িটিরে অঙ্গে জড়ায়ে আসো?
চম্পাবতী গো কন্যা
কিছুতেই তোরে ভুলিতে পারি না হায় ॥

মনে কি পড়ে কোনো সন্ধ্যাতে
তোমার হাতটি মোর হাতে ছিল?
বকুল চামেলির গন্ধেতে
তোমার চুলের বাস মিশেছিল।
ঝরনা ঝিরঝির, বাতাস শিরশির
সাধের স্বপ্ন যে মিশেছিল ॥
চম্পাবতী গো... ॥

এখানে ঝরঝর বরষাতে
চোখের জলের স্বাদ মিশে আছে,
বসে যে আছি কার ভরসাতে
জানি না দিন তবু চলে গেছে।
অচেনা আনমনা শুধু যে দিন গোনা
স্বপন বীজ বোনা বসে বসে ॥
চম্পাবতী গো... ॥

(২)
ও আমার প্রাণ সজনী চম্পাবতী কন্যা
হায় কত দিন রজনী, তোরে যে দেখি না,
পদ্মদীঘির ঘাটে কি এখনো তুমি আসো?
কামরাঙা শাড়িটিরে অঙ্গে জড়ায়ে আসো?
চম্পাবতী গো কন্যা---
কিছুতেই তোরে ভুলিতে পারি না হায় ॥

কিশোরী কুমারী ছিল সেদিন
কত না খুশি আর হাসির সেদিন
মনের মাটিতে শিউলি ফুলের
টাপুর টুপুর ঝরে পড়ার সেদিন।
ঝরনা ঝিরি-ঝিরি, বাতাস সিরি-সিরি
অঙ্গে অঙ্গে অনুভবের সেদিন ॥
চম্পাবতী গো...

এখানে কাটে না যে আর বেলা
সারাটা দিন শুধু হেলাফেলা,
ভেঙে গেছে সেই সব খেলা
ভেসে গেছে স্বপ্নের ভেলা।
এখানে বেচাকেনা, শুধুই পাওনা দেনা
এরা তো বুঝবে না কী সে জ্বালা ॥
চম্পাবতী গো...