বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪০৮
ছোটদের গান

ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে---
ঢ্যাম কুড় কুড়, ঢ্যাম কুড়া কুড়, বাদ্যি বেজেছে,
গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে,
আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে ॥

ও মাগো মা, দাওনা পরিয়ে,
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে,
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে ॥

কাঁদছ কেন আজ ময়না পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
আমার কাছে যা আছে, সব তোমায় দেব দিয়ে,
আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৭৯-৩৮০