চলচ্চিত্রের গান
ও দাদাভাই
দাদাভাই মূর্তি বানাও।
নাক মুখ চোখ সবই বানাও
হাত ও বানাও, পা ও বানাও
বুদ্ধ, যীশু, সবই বানাও
মন বানাতে পারো কি?
একটা ছোটো বোন বানাতে পারো কি?
দাদাভাই বোন বানাতে পারো কি? ॥সারাদিন একলা ঘরে আপন মনেতে
দুনিয়া নিজেরই গড়ছ মনেতে।
খান খান খান হয়ে যখন ভাঙবে সে স্বপন,
করবে তখন কি, আমায় বলতে পারো কি?
দাদাভাই বলতে পারো কি? ॥আমি তো চিরটা দিন কাছে রব না
যাব যে সুদূরে খুঁজেই পাবে না।
ঝন ঝন ঝন আঁচলে মোর ঘরেরই চাবি
নেবে যে “ভাবী” একটা উপায় করোনা,
উপায় করতে পারো কি? ॥