বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫১
চলচ্চিত্রের গান

ও দাদাভাই
দাদাভাই মূর্তি বানাও।
নাক মুখ চোখ সবই বানাও
হাত ও বানাও, পা ও বানাও
বুদ্ধ, যীশু, সবই বানাও
মন বানাতে পারো কি?
একটা ছোটো বোন বানাতে পারো কি?
দাদাভাই বোন বানাতে পারো কি? ॥

সারাদিন একলা ঘরে আপন মনেতে
দুনিয়া নিজেরই গড়ছ মনেতে।
খান খান খান হয়ে যখন ভাঙবে সে স্বপন,
করবে তখন কি, আমায় বলতে পারো কি?
দাদাভাই বলতে পারো কি? ॥

আমি তো চিরটা দিন কাছে রব না
যাব যে সুদূরে খুঁজেই পাবে না।
ঝন ঝন ঝন আঁচলে মোর ঘরেরই চাবি
নেবে যে “ভাবী” একটা উপায় করোনা,
উপায় করতে পারো কি? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২২