ও ফুলের দল আমায় ক্ষমা করিস
আমি তার চিঠি আজ যে পেলাম।
আমি একবিন্দু, একবিন্দু মধু নিয়েছি
তোদের কিছু গন্ধ, কিছু গন্ধ, ধার নিয়েছি ॥যখন মগ্ন হয়ে আমি রব ঘুমে
ঘুমাবে মোর যত লাজ,
তখন সে জাগাবে মুখ চুমে
বলবে কী মধুর তুমি আজ
তাই প্রাণ-মন তোমাকে দিলাম ॥যখন সব কথা ফুরাবে শুধু রবে
স্তব্ধতা হৃদয়ে ছেয়ে,
তখন গন্ধ ফুলের শুধু,
বাকি কথা যাবে ক'য়ে
আমি আজ সবই তোমাকে দিলাম ॥