ও ঝর ঝর ঝরনা
ও রুপালী বর্ণা,
ওরে হারায়েছে প্রাণমন আমার
একটুকু সর না,
তুই একটুকু সর না
ও ঝর ঝর ঝরনা ॥ঐ উপলে উপলে
কোনখানি যে আমার মন
শৈবালে শৈবালে ঢাকা
কোনখানে আমার স্বপন,
উচ্ছলিত ঢেউ মানিকের
কোনখানি আমার রতন?
তা তো জানি না ॥ঐ তোরই তীরে বসে
ঐখানে আমার সজন
তার ছায়া করেছিল যে
তোর বুকেতে সন্তরণ,
চঞ্চলিত জলতরঙ্গে
হারাল কোথা সে ধন?
তা তো জানি না ॥