চলচ্চিত্রের গান
ও জীবন জীবন রে
ও তোরেই চিনতে পারলাম না।
কত রূপ করো যে ধারণ
কত প্রকার তার প্রকাশন
কত ধরন কত বরণ
গুণতে পারলাম না।
ও তোরেই চিনতে পারলাম না ॥জীবন মরণ একই খাঁচায় বন্ধ দুই পাখি
(ভোলার মন, মনরে ভোলা)
বড়ই আপন দুজন দোহে বেঁধেছে রাখি।
কে কখন আসবে তখন
জন্ম মরণ বুঝতে পারলাম না ॥ফুলের মত করে ফুটিবার যে জীবন
(ও ভোলার মন)
নদীর মত করেই ছুটিবার যে জীবন।
সে জীবন থামল কখন
ঝরল কখন জানতে পারলাম না ॥