বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪০৬
চলচ্চিত্রের গান

ও জীবন জীবন রে
ও তোরেই চিনতে পারলাম না।
কত রূপ করো যে ধারণ
কত প্রকার তার প্রকাশন
কত ধরন কত বরণ
গুণতে পারলাম না।
ও তোরেই চিনতে পারলাম না ॥

জীবন মরণ একই খাঁচায় বন্ধ দুই পাখি
(ভোলার মন, মনরে ভোলা)
বড়ই আপন দুজন দোহে বেঁধেছে রাখি।
কে কখন আসবে তখন
জন্ম মরণ বুঝতে পারলাম না ॥

ফুলের মত করে ফুটিবার যে জীবন
(ও ভোলার মন)
নদীর মত করেই ছুটিবার যে জীবন।
সে জীবন থামল কখন
ঝরল কখন জানতে পারলাম না ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৭৬