বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৯১
চলচ্চিত্রের গান

ও কেন মন উথালি পাথালি
কার সে দু'চোখে হারাল?
কোন্‌ সে জাদুর পরশে এত হরষ
এত বেদন---এত বেদন ঝনন-ঝনন ॥

এত নীলে নীলে আকাশ ছিল না তো কখনো,
এত মায়া ভরা বাতাস,
এও রঙে রসে ভরানো,
জেগে থাকা চোখে স্বপ্ন।
তুমি আছ বলে ধরণী এত মোহন,
এত হরষ, এত বেদন ঝনন ঝনন ॥

কত জনমে-জনমে যেন মোরা মিলেছি,
কত হাসি গানে মেতে,
কত আঁখি জল ফেলেছি,
দুঃখ দাহন যে ভুলেছি।
বারেবারে ফিরে পেতে যে কত সাধন,
কত কাঁদন, কত বেদন ঝনন-ঝনন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৬৩-৩৬৪