ও কী যে করি?
মন যে মানে না
শুধু শুধু শুধু বসে আছি
তবু সে তো দেখা দিল না,
সে আমাকে ডেকে ডেকে
ফিরে ফিরে চলে গেছে
এত করে ডাকি সাড়া দিল না।বসে বসে কেটে গেল বেলা,
বুঝি না যে একি তার খেলা,
কভু ভালোবাসা কভু হেলা,
হেলা ফেলা এত তবু ভুলিতে
পারি যে না।মনে মনে ভাবি জীবনের চাবি
তারে যে দিলাম।
জীবনের চাবি তার হাতেতে দিলাম,
হাতেতে দিলাম দিয়ে রিক্ত হলাম,
রিক্ত হলাম তবু মুক্ত হলাম,
মুক্তির স্বাদ তার মাঝেতে পেলাম,
যা কিছু দিলাম তার বেশি যে পেলাম,
বেশি যে পেলাম তবু রিক্ত হলাম।এত করে ডাকি তারে গানে গানে
তানে তানে, সুরে সুরে, তবু সাড়া দিল না
এত করে ডাকি সাড়া দিল না ॥কেটে গেল রাতি, নিভে গেল বাতি
হল যে সকাল।
সকাল সকাল তার মুখ দেখিনি,
মুখ দেখিনি তাই বাঁধিনি বেণী,
বাঁধিনি বেণী আজ কত না যে দিন,
কত না যে দিন আমি স্বপ্ন রঙিন,
স্বপ্ন রঙিন দেখিনি যে কতদিন,
কতদিন আমি তার মুখ দেখিনি ॥এত করে ডাকি তারে...সাড়া দিল না।