বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৯৩
চলচ্চিত্রের গান

ও কন্‌ কন্‌ কন্‌ কাঁকন
তুমি বেজোনা এখন,
যখন বধূ আসিবে ঘরে
বাজিও তখন,
শুনে ঝন্‌ ঝন্‌ বাজিবে বুকে
প্রেমেরই বেদন
তনুমন তখন করিব অর্পণ ॥

মুখেরই কথা কাঁকন কেড়ে নিস না,
যে কথা গোপন যেন বলে দিস না,
আমার এই শরম দেখে
যেন হাসিস না, যেন হাসিস না।
কুমারী মন দ্যাখে স্বপন
কেন বুঝিস না?
কুমারী স্বপন ॥

সজন মগন যখন চোখে তৃষ্ণা,
ও কাঁকন ভুলেও তখন যেন বাজিস না,
ননদিরা আড়ি পাতে
তাকি জানিস না, তাকি জানিস না?
কত না যে স্বপন মনে
করেছি বপন
সধবা স্বপন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৬৫