চলচ্চিত্রের গান
ও কন্ কন্ কন্ কাঁকন
তুমি বেজোনা এখন,
যখন বধূ আসিবে ঘরে
বাজিও তখন,
শুনে ঝন্ ঝন্ বাজিবে বুকে
প্রেমেরই বেদন
তনুমন তখন করিব অর্পণ ॥মুখেরই কথা কাঁকন কেড়ে নিস না,
যে কথা গোপন যেন বলে দিস না,
আমার এই শরম দেখে
যেন হাসিস না, যেন হাসিস না।
কুমারী মন দ্যাখে স্বপন
কেন বুঝিস না?
কুমারী স্বপন ॥সজন মগন যখন চোখে তৃষ্ণা,
ও কাঁকন ভুলেও তখন যেন বাজিস না,
ননদিরা আড়ি পাতে
তাকি জানিস না, তাকি জানিস না?
কত না যে স্বপন মনে
করেছি বপন
সধবা স্বপন ॥