বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪২২
ছোটদের গান

ও মাগো মা, অন্য কিছু গল্প বলো
এক যে ছিল রাজা রানি অনেক হল।
বলো না কেন ওই ওপাড়ার দাসুর ছেলে
জ্বরেতে ভুগে, না খেতে পেয়ে মারা গেল?

এই যে এত সব সারি সারি,
বড় বড় বাড়ি আর এত গাড়ি,
তবু কেন এত লোকে ফুটপাথে শোয়---
তা বলোনা?

কেন সেদিন অঞ্জনা কে স্কুলের থেকে,
মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিল?

যখনই প্রশ্ন করি বলো তুমি,
বড় হও পরে সবই জানবে তুমি
কেন মাগো এত লোকে ভিক্ষে করে
তা বলোনা?

বলোনা কেন দাদা মেজদা ঘরেতে বেকার?
ওরা তো দু'জন লেখাপড়ায় ভালোই ছিল ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৯২