ও মনকে বেঁধে ধরে তো যায় না রাখা,
মন হারালে পরে যায় না রে ঢাকা,
মন ব্যথা, সে কথা কারে বলি
বিরহ বেদন সে তো যায় না দেখা,
যায় না দেখা।ও দারুণ দহন জ্বালা এ শঙ্খবিষে,
যন্ত্রণা যে তবু মধুর কী সে,
আলো আঁধার যেন আছে মিশে,
স্বপ্ন তবু মেলে আশার পাখা ॥ও সকলি যেমনই ছিল তা তেমনি আছে,
পাখি ডাকে ফুল ফোটে গাছে
তেমনই মেঘ দেখে ময়ূর নাচে,
সবই নতুন লাগে মায়ায় মাখা ॥