বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪০১
চলচ্চিত্রের গান

ও নীল আকাশ---
যুগে-যুগে মেঘে-মেঘে
লুকোচুরি খেলা খেলে যাও,
পূর্ণিমা হয়ে কখনো হাসো
বর্ষা হয়ে ভাসো,
তুমিও কি, মনে মনে ভালোবেসেছ?

(ও) কখনো মন যেন বনহরিণী,
কখনো যেন কুলুকুলু তটিনী,
কখনো রাধা যেন বিরহিণী ॥

(ও) সে যদি দূরে থাকে তবুও কাছে,
কখনো ভুলে যদি যায় সে পাছে,
স্বপ্ন হয়ে ধরা চোখে আছে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৭২