ও নীল নীল পাখি
কারে যাস্ ডাকি ডাকি?
শুধু রাত দিন তুই
রঙিন রঙিন
সুরের ফাঁদ পেতে,
কারে যে চাস পেতে
তুই জানিস নাকি?তুই কি আমারই মতো প্রাণ মন
কারো নয়ন দেখে হারালি?
কুল মান তোর সবই গেল তুই
অকুল কূলে এসে দাঁড়ালি
হায় হায়রে মন পাখি,
তোরে কে দিল ফাঁকি,
বুঝি তোর নাই কিছু বাকি ॥তুই কি আকাশের নীলে নীল
নাকি বিরহ গরল বিষে নীল?
গান সে কি কান্নারই ছল তোর
জীবন মরণেরই সামিল,
হায় হায় তবু আশা,
হায়রে ভালোবাসা
বোঝে না অন্ধ তার আঁখি ॥