চলচ্চিত্রের গানও ওরে মন
গুনগুন গুনগুন সারাদিন
বলো কার নাম গান
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বালা তার নাম? কোথা তার ধাম? ॥ও কেন কিছু যেন ভালো নাহি
লাগে না লাগে না আর,
ঘুম আঁখি ভুলে গেছে জেগে জেগে
রজনী হল যে পার।
বসে বসে ভাবি গো, হৃদয়ের চাবি সে
কী জানি কোথা সে হারালাম?
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম? কোথা তার ধাম? ॥ও---ওরে কালো কালো জল ভরা
সজল মেঘেরি দল
যা যেথা প্রিয় আছে সেথা গিয়ে
গোপনে তাহারে বল,
মন তারি কারণে মানে না যে বারণে
হবে কি গো মরণই পরিণাম?
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম? কোথা তার ধাম? ॥