ও সাজনা সাজনা
পূজোর বাজে বাজনা
ধিনাক ধিন, তা ধিন ধিন
আজ আর কোনো কাজ না
সাজনা সাজনা ॥ও গহনা রোদের সোনা অঙ্গে পরেনে
যা পুরানো ফেলে নতুন সঙ্গে করেনে,
(আর) মন-বকুল শিউলি ফুলের
রঙ্গে ভরেনে, রে---
মন রঙ্গে ভরেনে ॥আজ শরতে আলোতে
দোদুল দোদুল দোলনায়,
কি পেলাম, না পেলাম
সে সব ব্যথা ভোলো না---
দোদুল দোলো না॥নীল আকাশে হালকা মেঘের পালকি চলেছে,
আর ঘাসে ঘাসেতে শিশির মুক্তো ফলেছে,
(আজ) বিরহিণীর সজন আসবে বলেছে
ফিরে আসবে বলেছে॥তাই খুশিতে হাসিতে
কাশের বনে ওঠে ঢেউ
তাথেই থেই, তাথেই থেই
নাচন দেখে নাচে কেউ
এল সজনা ॥