বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮৯

ও সখী আর আমি, আর যাব না তো যমুনায়।
(আমার) দিবস-রজনী, হায় গো সজনী,
সবই কালো হয়ে গেল আঁধার রজনী হায় !

ললিতা বিশাখা সখী তারে বলোনা
পোড়া বাঁশি আর যেন সে বাজায় না,
হায় দিবানিশি কেঁদে কেঁদে
আর পারি না---আর পারি না।
নিঠুর কালা সে কেন, কেন বোঝে না?
(ও সখী) কেন বোঝে না?

কালো চোখের মণি, আমার কালো কেশের ভার,
কালো কোকিল কালো রাতি সওয়া হল ভার।
আমি কালো মরণ এলে তখন
বুকে যাব তার---বুকে যাব তার।
শ্যাম অঙ্গ রাধা অঙ্গ হবে একাকার,
(ও সখী) তার আগে না ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭১