বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪২৫
ছোটদের গান

ও সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ,
সারারাত হোঁড়ে গলায় ডাকিস গ্যাঙর গ্যাঙ !
তোরা কি গলা সাধিসনি?
তোরা কি নাড়া বাঁধিসনি?
আয় চলে আয় আমার কাছে
শিখিয়ে দেব গান ॥

বলোতো, বলোনা, বলোতো---

x
পপপপহ্মপধপ
x
রগমমম-গ-----

Very good ! কোলা ব্যাঙ তুমিও বল

x
র্গর্গ-র্রর্সর্রর্র-র্সন-
x
ধন-র্সন-প-----

বা বা বা বারে বা !

সারাটা দিন লম্ফ ঝম্ফ বন্ধ করে দাও,
আর তানপুরাটায় সুরটি বেঁধে রেওয়াজ করে যাও।
মা বলবে ভালো মেয়ে সোনা কোলা ব্যাঙ,
তা যদি না করো তবে ভাঙব তোমার ঠ্যাঙ !
বলোতো---

x
স--র--গমপ---
x
ধ--প--ধপমগ--
x
গমপধনর্সর্র--ন--
x
র্স--ন-ধপ-মগ--

সম্মেলনে গাইবেন খাঁ সাহেব কোলা ব্যাঙ,
আর সঙ্গতে সঙ্গেতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাঙ।
তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান,
কালোয়াতি গানের শেষে নানা রকম তান।
শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে !

ধা ধিন্‌ ধিন্‌ ধা, ধা ধিন্‌ ধিন্ ধা, না তিন্ তিন্ তা
তেটে ধিন্‌ ধিন্‌ ধা।
দির্‌ দির্‌ না দিম্‌ তা না তিম্‌ তারে, তেরে নাদির্‌ দির্‌ দির্‌
না দিম্‌ তা না তিম্‌ তারে।


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৯৫-৩৯৬