বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭৯

ও সুজন নাইয়া বন্ধু, কবে তরী যাইবে বাহিয়া,
তোমার আসার আশায়, কত আর রইব চাহিয়া?

বন্ধু তোমার পথ জানি, বন্ধুর
দুস্তর পারাবার, দুর্বার সিন্ধুর,
নদী ঢেউয়ে ঢেউয়ে উত্তাল,
ছেঁড়া পাল, ভাঙা হাল,
দুই চোখে মশাল জ্বেলে ভাটিয়ালি গাইয়া ॥

কেন যে অচিন অজানায় ভালোবাসলাম ?
কূলে বসে তবু, অকুলেতে ভাসলাম।
বয়ে বহে যায় বেলা অসহায়, একেলা,
কবে শেষ খেলা হবে---ও সুজন নাইয়া ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬২-২৬৩