বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৭

ও ভাই চাষি খেতের মজুর যতেক
কিষান কিষানি (সজনী)
এই বেলা নাও তেলেঙ্গানার পথের নিশানি
মোরা রক্ত ঢেলে জমিন চষে, পরগাছা পুষিলাম
সেই পরগাছা হইল যে রাজা, আমরা তারি গোলাম
(মেরি হায় হায় হায় হায় রে)
এই দেশ-জমিনের থেকে এবার আগাছা দাও নিড়ানি ॥

মোদের মেরে কেউ বানাল দালান অট্টালিকা
আর খদ্দরে ভদ্দর হল কত যে চামচিকা
(মরি হায় হায় হায় হায় রে)
তারা দুলিয়ে ভুঁড়ি ঠ্যাংটি নাচায়, মোদের ভাঁড়ে ভবানী ॥

মোদের দুধের বাছা দুধের বদল, খায় যে ফ্যানের পানি
আর বউ-বেটিদের নেইকো শাড়ি অঙ্গে ছেঁড়া কানি
(মরি হায় হায় হায় হায় রে)
(আর) ওই জমিদারের বউ-এর দেখ
রেশমী শাড়ির ঝলকানি ॥

গামছা বেঁধে পেটে রে ভাই আমরা খামার ভরি
ওদের তাই না এত চ্যাটাং চ্যাটাং বুলির বাহাদুরি
(মরি হায় হায় হায় হায় রে)
আমরা চাইলে খেতে ওদের চোখে
সরষে ফুলের চমকানি ॥

আজ বন্ধ যদি রাখিরে ভাই খেত খামারে খাটা
আর বড়বাবুরা খাবেন খাবি, চক্ষু হবে ভাটা
(মরি হায় হায় হায় হায় রে)
আর পণ্ডিতের পণ্ডিতি ঘুচে বন্ধ হবে কপচানি ॥

এমনি করে পশুর মতো আর তো যে সহে না
শত শহিদ ডাকেরে ভাই, শুধতে হবে দেনা
(মরি হায় হায় হায় হায় রে)
আমাদেরই হাতে ওদের আছে মরণ-বাণ জানি ॥

একসাথে সব দাঁড়াও এবার ফুলিয়ে বুকের ছাতি
লাল ঝান্ডা হাতে নাও, আছে ভাই জঙ্গি মজুর সাথি
(মরি হায় হায় হায় হায় রে)
এই বিধানেই ধ্বংস হবে শতেক বিধান-নলিনী ॥