বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫

অভিনব দেশপ্রেমিক

ও ভাইরে ভাই
মোর মতন আর দেশপ্রেমিক নাই! ॥

শোনো বিষুদবারের বারবেলাতে
জন্মেছিলাম আমি, রে ভাই---
আর, বলব কি ভাই
ঠিক তখনি সূয্যি গেল থামি
আকাশে--- ॥

আর ডজন খানেক ব্যাং
ও ভাই ডাকল গ্যাঙর গ্যাং
শুনে, বললে সবাই স্বর্গ থেকে
এসেছেন নিমাই!
মোর মতন আর দেশপ্রেমিক নাই ॥

আমার দেখছ বটে শরীরখানা
ভূঁড়ি জালার মতো, রে ভাই---
কিন্তু দেশের কথা ভেবে-ভেবে অন্তরেতে ক্ষত
কত যে---
আমার রাত্তিরে ঘুম নাই
ওঠে ঘন ঘন হাই
আর, রাবড়ি মালাই খেতে গেলে
বড্ড বিষম খাই!
মোর মতন আর দেশপ্রেমিক নাই ॥

আমি, খাইনি বটে গুলিগোলা
যাইনি বটে জেলে, রে ভাই
কিন্তু সেটা এই ভেবে যে আমি মারা গেলে
কি হবে?
দেশে রইবে কে বা আর?
কে করবে দেশোদ্ধার?
তাই মরতে আমি বলি সদাই
নিজে মরি নাই!
মোর মতন আর দেশপ্রেমিক নাই ॥

শোনো, দেশপ্রেমিক না হলে ভাই
পত্রিকাতে কেন, রে ভাই---
ওই, প্রথম পাতায় ছবি আমার প্রত্যহ ছাপানো থাকে রে---
আমি কী দিয়ে ভাত খাই
আর কোথায় কোথায় যাই
ওরা ছাপে, আমি পাঁচড়া হলে কী মলম লাগাই!
মোর মতন আর দেশপ্রেমিক নাই ॥