বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৫২

ও ভাই রে---
ও ভাই রে
ভাই ভায়ে চলো ঘরে ফিইরা যাই
ওরে ভাই...যাই
শুধু শক্ত কইরা মনটা বাইন্ধ্যা সঙ্গে লইয়া যাই
পুঁজি আর তো কিছুই নাই
ও ভাই রে ভাই...যাই ॥

ছিল পদ্মাপারে আমার ঘরে
এক সোনা বউ আমিনা তার নাম
ঐ খান সেনাদের কবলেতে জানিনা হায়
কী যে পরিণাম
কেউ বলেছে এই সে
বিষ খাইয়াছে শ্যাষে
মান ইজ্জতের বদলে সে দিয়া গ্যাছে
প্রাণের চড়া দাম।
হায় জানি না---হায় জানি না
শুন্য ঘরে কেমন কোয়েরে
দিন রজনী কাটব আমার
ভাবছি শুধু তাই ॥

(ওরে) হায়রে দ্যাশের হাজার হাজার
সোনা মানিক দিয়েছে যে প্রাণ
হায় একটু শুধু বাংলাদেশে
স্বাধীনভাবে থাকার প্রতিদান
লক্ষ ছেলে-মেয়ে মুক্তিসেনা হয়ে
ভারতবাসীর কাঁধে-কাঁধে মিলে
দমন করে ইয়াহিয়া খান
হায় ভুলো না আর ভুলো না
দ্যাশের শহিদ মানিক সোনা
(যে) লক্ষ প্রাণের মূল্যে স্বাধীন
হইলাম রে আজ ভাই ॥