ও ভোলা মন, বৈরাগী মন
আর কত না দিন যাবে বিনা সজন?
ও ভোলা মন রে বৈরাগী মন
শূন্য জীবন, লাগে বিজন
মন পাখি আর না করে কূজন,
ও ভোলা মন রে বৈরাগী মন
লাগে লাগে বিজন, লাগে শূন্য জীবন ॥কী কারণে ওরে বাঁশি ডাকিস
আর কেন মিছে মনেতে রাখিস?
ছিন্ন বীণার তার নেই রাগিণী,
বিরহী ডাকে দূরে বনহরিণী,
সেও বিবাগী হল কি
আমার মতন ॥মন পাখিরে চল বনে, যাই ফিরে যাই
আর ভালো লাগে না বন্ধ খাঁচায়,
যেথা বনানী সবুজ ধায় তটিনী,
ফুলে ফুলে দুলে দুলে যেন নটিনী,
প্রজাপতিরা উড়ছে
পরীর মতন ॥