বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৮

অধিকার কে কাকে দেয়?
পৃথিবীর ইতিহাসে কবে কোন্‌ অধিকার
বিনা সংগ্রামে
শুধু চেয়ে পাওয়া যায়?
কখনোই নয়, কোনোদিনও নয়
অধিকার কেড়ে নিতে হয়!
অধিকার লড়ে নিতে হয়!

মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার,
শিক্ষার অধিকার, হক-কথা সোচ্চারে বলবার অধিকার,
শান্তির অধিকার, শিশু শিশু কুঁড়িদের ফোটবার অধিকার,
এসব তো আমাদের জন্মগত
তবে কেন এত হাহাকার?

ঘারে বসে বসে ক্রন্দনে নয়,
আধিকার জিনে নিতে হয়!
রক্তে কিনে নিতে হয়!

[ দুনিয়ার দেশে দেশে এইসব অধিকার
যারা কেড়ে নিল, তারা কারা?
ওরা তো মুষ্টিমেয় আঙুলেতে গোনা যায়।
আমাদেরই বুদ্ধিতে, বুদ্ধি ওদের
আমাদেরই শক্তিতে, শক্তি ওদের
আমাদেরই কিনে ওরা দাসত্ব শৃঙ্খলে বাঁধে বারবার
সভ্যতা শরীরের ওরা ক্যানসার!
মলমের কাজ নয়,
একটা ওষুধ শুধু অস্ত্রোপচার । ]

{ কর্মের অধিকার
নানাজাতি ভাষাভাষী ধর্মের অধিকার
স্বাস্থ্যের অধিকার,
বিদূষণ-মুক্ত বাতাসের অধিকার
ঐক্যের অধিকার,
বিভেদের চক্রকে ভাঙবার অধিকার।
এসব তো আমাদের জন্মগত, (জন্মগত, জন্মগত)
তবে কেন এত হাহাকার ? ঘরে বসে বসে ক্রন্দনে নয়
অধিকার গড়ে নিতে হয়!
অর্জন করে নিতে হয়॥ }