ওগো মা গঙ্গা, মাগো মা গঙ্গা
দিনু ভাসায়ে মোর সজনে
তুমি দেখো তারে ॥সে যে স্বপ্ন সাধের আমারি,
চোখের মণি সে যে আমারি,
গেল সে তোমারি দ্বারে ॥যদি তুফান ধাইয়া আসে,
ঝঞ্ঝা-বাদল ছাইয়া আসে,
ঘূর্ণি ঘিরে ধরে তারে,
বুকেতে রেখো গো তারে ॥গঙ্গা গো আমার মা-জননী,
শঙ্কাতে মরি দিন-রজনী,
নিদ্রা যে নাই মোর চোখে,
ফিরায়ে দিও গো পারে ॥