চলচ্চিত্রের গান
ওগো সাথি গো স্বপ্ন বেসাতি নিয়ে,
বলো কোথায় চলেছ নিয়ে আমায়।ওগো তুমি তো স্বপ্নের সাথি আমার
ভুলি যদি পথ, ভুলে আমায় যাবে কিগো---
আমি সেথায় আছি গো তুমি যেথায়,
না---না---গো না ॥আমি উন্মনা কত কল্পনা
ক'রে সান্তনা এই পাই
শুধু তুমি আছ, আমি আছি
আর কিছু না চাই।মন উন্মাদ, এত সম্পদ
এত প্রেমের রোশনাই
ভীরু মনে মনে কাঁপি পাছে
তা যদি হারাই
জানি তোমার আমার স্বপন সীমার
দিগন্ত কিছু নাই ॥মন মোর ছিল মরু
আমি তার শাখে শাখে
তুমি হয়ে এলে তরু
ছায়া ঘেরা শ্যামলিমাতে,
শ্রাবণে বৈশাখে
ফুল হয়ে ঝরিব প্রভাতে।তারি মালা গেঁথে নিও
গলে পরে নিও
রব না যবে গো সাথে ॥তোমার চোখের মণি
তাই পেয়ে আমি ধনী
আমি রাজা তোমারি প্রেমে,
তোমার মনের খনি
থেকে নিয়ে হীরা মণি
আমি রানি তোমারি বামে
মাথে পরেছি মুকুট তারি
রানিকে করেছ নারী
ধন্য তোমারি নামে ॥