বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৪৬
চলচ্চিত্রের গান

ওগো সবই পেয়েছি তবু
সবই যেন হারায়ে গেছে !
এত তারা আকাশে তবু
দুটি আঁখি-তারা কোথা যে?

হায়, কোন্‌ সে ক্ষণে মন মৌমাছির গুঞ্জরণে,
এই মন দিয়েছি কারে কে জানে?
এই মন ভরেছে কুহু কুহু কোকিলা কুঞ্জরণে,
তবু মন কেঁদেছে কেন কে জানে?
ও তারবিহীন কাঁদে একতারা যে ॥

এত আপন তবু ধরা দিয়ে দেয়না ছোঁয়া,
আমায় ভোলাল এ কোন্‌ মায়া?
মধুর স্বপন নয়নে ভরে যে ধরে না কায়া
জীবন ঢেকেছে তারই ছায়ায়।
ও অশ্রবিহীন ঝরে আঁখি-তারা যে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩১৮