ওহে নন্দলাল,
শুনছি না কি মেয়ের বিয়ে
পাত্র কেমন দেখে এলে?
পাত্র খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে
চোখ দুটো যা ট্যারা ! একটা ঠ্যাং খোঁড়া !
রংটা বেজায় কালো নইলে পাত্র খুবই ভালো ! ॥তা হোক গে বুঝলে নন্দলাল
পাত্র তেমন "সরেস" হলে
কানা কিংবা খোঁড়া তা কেউ বিচার করে থোড়া?
জয় কালী জয় কালী বলে দাও ঝুলিয়ে, দাও ঝুলিয়ে
বুঝলে নন্দলাল ! ॥তবে বুঝলে দেবদুলাল,
আর একটু দোষ আছেই তাতে
ভাঙছে ব্রাহ্মণের রেয়াজ,
সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে
একটু আধটু পেঁয়াজ ! ॥বলো কী নন্দলাল ! ভেঙে ব্রাহ্মণের রেয়াজ
ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ ! ॥না না না না, না না না না বুঝলে দেবদুলাল,
পেঁয়াজটা তো রোজ খায় না, এমনি ভালো ছেলে,
পেঁয়াজটা খায় একটু আধটু মাংস টাংস খেলে, মাংস টাংস খেলে ! ॥অ্যাঁ বলো কী নন্দলাল ! আরে ছি ছি ছি ছো ছো !
শেষে কিনা পেলে, পেঁয়াজ খেগো, মাংস খেগো ছেলে ! ॥না না না না, না না না না বুঝলে দেবদুলাল,
মাংসটা তো রোজ খায় না, এমনি ভালো ছেলে
মাংসটা খায় একটু আধটু নেশা ফেশা করলে, নেশা ফেশা করলে !
অ্যাঁ, বলো কী নন্দলাল !
আরে ছি ছি ছি ছি ছি ছি !
এ তো দেখছি পেয়াজ খেগো, মাংস খেগো,
মোদো মাতাল ছেলে ! ॥না না না না, না না না না বুঝলে দেবদুলাল,
নেশাটা তো রোজ করে না, এমনি ভালো ছেলে,
নেশা করে মাঝে মধ্যে কুসঙ্গে টুসঙ্গে গেলে, কুসঙ্গে টুসঙ্গে গেলে !
অ্যাঁ বলো কী নন্দলাল ! ছি ছি ছ্যাছা ছ্যাছা !
শেষে কিনা পেলে, পেঁয়াজ খেগো, মাংস খেগো,
মোদো মাতাল, চরিত্রহীন ছেলে ! ॥না না না না, না না না না বুঝলে দেবদুলাল,
কুসঙ্গে তো রোজ যায় না, এমনি ভালো ছেলে
কুসঙ্গে যায় ওয়াগন ভেঙে, টাকা পয়সা পেলে, টাকা পয়সা পেলে !
অ্যাঁ অ্যাঁ বলো কী নন্দলাল !
শেষে কিনা পেলে
পেঁয়াজ খেগো, মাংস খেগো, মোদোমাতাল
চরিত্রহীন, ওয়াগন ভাঙা ছেলে ! ॥না না না না, না না না না বুঝলে দেবদুলাল,
ওয়াগনটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে
ওয়াগন ভাঙে মাঝে মধ্যে বাইরে টাইরে এলে
কেননা বেশির ভাগই সময় কাটে তার
আলিপুরের জেলে !
অ্যাঁ বলো কী বলো কী নন্দলাল ! আরে তোবা তোবা তোবা !
এ তো দেখছি একেবারে হাড়হাভাতে ছেলে ! ॥না না না না, না না না না বুঝলে দেবদুলাল,
এখন সে আর নেই কো জেলে, এমনি ভালো ছেলে
এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে, মন্ত্রী হবে বলে !
ওরে বলো কী নন্দলাল !
এ তো দেখছি খাসা ছেলে
মন্ত্রী কী এম.এল.এ হলে
সব কলঙ্ক যাবে চলে !
জয় কালী জয় কালী বলে
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে !
বুঝলে নন্দলাল---
তা ঠিক বলেছ দেবদুলাল---
কিনা বুঝলে নন্দলাল... ॥