ভোটের গানঐ যে দেখছ হাত
ওটা গলা টেপার হাত
ওটা পুঁজিপতির হাত
ওটা জোতদারেদের হাত
ওটা স্ট্রাইক ভাঙার হাত
ওটা ঘুষ চাইবার হাত
ও হাতে ভোট দিয়ো না ॥ঐ হাত ভাই হাতছানি
দিয়েছে বারেবার
এ কুহকিনীর মরণফাঁদে
পড়েছি বারবার
ঐ হাতে ভাই চাষির জমি
হয়েছে বেহাত
আর দাম বাড়িয়ে পকেট মারে
ঐ বেটিরই হাত
ওটা শোষণকারীর হাত
ওটা রক্ত মাখা হাত
ওটা বিড়লা টাটার মোটা পেটে
তেল মাখাবার হাত
ও হাতে ভোট দিয়ো না ॥ঐ হাতেরই আঙুল ধরে
বেড়ায় মহাজন
ঐ হাতে খুন হয়েছে ভাই
লাখেক হরিজন
ঐ হাতেতেই কলম ধরে
দিনকে করে রাত
ঐ হাতেরই আশীর্বাদে
গুন্ডারা পায় জাত
ও হাত স্বৈরাচারীর হাত
গণতন্ত্র কুপোকাত
ও হাতে করলে বাজিমাত
ওরে ভাই মারবে পেটের ভাত
---ও হাতে ভোট দিয়ো না ॥ঐ হাতের সাথে পাঞ্জা লড়ার
আজকে এল দিন
ঐ ডান হাত ভাঙতে বাম হাতে
বাম ঐক্যকে ভোট দিন
এবার নতুন করে দেশ গড়বার
নতুন অঙ্গীকার
আবার বাংলা হবে ভারতমাতার
শ্রেষ্ঠ অলংকার
বলো, নাও গুটিয়ে হাত
ও হাত ধাপ্পাবাজির হাত
মাথায় হাত বোলানোর হাত
কালা কানুন করার হাত
---ও হাতে ভোট দিয়ো না ॥