ঐ যে সবুজ বনবীথিকা,
দূর দিগন্তের সীমানায়,
ছোট্ট নদীটির ঐ বাঁকে
মোর প্রিয় হোথায় থাকে ॥নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু তার প্রাঙ্গণে ছড়ায় মায়া
ভোর বেলায় তার ঘুম যে ভাঙায়, মল্লিকা।
ছোট্ট পাখিটি চন্দনা
নিত্য গাহে তার বন্দনা
ঐ যে কাশের বন তার ফাঁকে
মোর প্রিয় হোথায় থাকে ॥তাল তমাল অন্তরাল রচে তার বন শয্যাতে,
বনমরাল চমকে চায় তার চলন দেখে লঙ্জাতে,
চার প্রহর জাগে নিত্য রাতে, চন্দ্রিকা।
সবই আছে শুধু আমি নাই
সেই সুরে বাজে সানাই
আজও অলি আসে মৌচাকে
মোর প্রিয় যেথায় থাকে ॥