ঐ পথ দূরে দূরে স্বপন মাঝারে মেশা,
হোথা গিয়ে বুঝি গো পাব তোমারই দিশা।যেথা ধরারে ডাকে আকাশ বাহু মেলে,
অস্তাচলের রবি রঙে রঙে হোলি খেলে
যেথা মগন সবই কী যে মাতাল নেশা ॥জানি স্বপন ভাঙে তবুও তোমারে আমি,
স্বপনে লুকায়ে রাখি, জাগিয়া কাটে গো যামি
জানি ফুরাবে খেলা হবে শেষ কাঁদা-হাসা ॥