বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৭
জন্মভূমি

অমা আমি জন্মেছি মা তোমার ধুলিতে
(আমার) জীবন মরণে তোমায় চাই না ভুলিতে।
(আমি) তোমার তরে ওমা রচি আমার যত গান
তোমার কারণেই দেব জীবন বলিদান।
ওগো জন্মভূমি মাগো মা! ॥

মাটি তোমার সোনা খাঁটি, মাঠে সোনার ধান
খেত খামারে কলে খাটে কোটি সোনার প্রাণ।
(তবু) নিজভূমে পরবাসী হায়রে দিনমান
মাগো তোমার পানে চেয়ে যায় ॥

(তাই) হিমালয় আর নিদ্রা নয়
কোটি প্রাণ চেতনায় বরাভয়
জাগো ক্রান্তির হয়েছে সময়
আনো মুক্তির খরবন্যা ॥

তোমারি সন্তান মোরা তোমারি সন্তান
তুচ্ছ বিভেদ বিষে কত হয়েছি হয়রান।
(তখন) দেখিনি মা ঘরে ঘরে কেঁদে কাটাও কাল
(আর) গোপনে মরণে কাটে সর্বনাশের খাল।
ওগো জন্মভূমি মাগো মা!

[ (আজ) তোমার ঘরে শিশুর হাসি, মায়ের যত প্রাণ
বন্ধ্যা মাটি, না ফোটা প্রেম, অগীত সব গান, ॥
দিয়েছে ডাক এবার মোরা পেলাম সমাধান
মাগো সবার মিলন মোহনায় ॥ ]

আমাদের দেশ, আমার মাটি
খেত-খামারে কলে আমরা খাটি
আমাদের দেশে যা কিছু খাঁটি---
হবে সবার পরশে ধন্যা ॥