অন্তবিহীন এই অন্ধরাতের শেষ
কোথা যে তোমার সেই
চোখেরই আলোয় দেখা
সোনালি সাধের দেশ---কোথা যে তুমি?
খুঁজে খুঁজে ফিরি হায় রে হায়
শতেক আঁখি পল্লব ছায়---হায়! ॥শ্রান্ত আমি যে, পান্থ প্রবাসী
জীবন সমুদ্রে নিত্য পিয়াসি
ঢেউয়ে ঢেউয়ে দুলে হায়রে হায়
কি জানি মন মোর কী যে চায়---হায়! ॥সে গান গাওয়া শেষ, সে সুর হারাল
চোখে চোখে চেয়ে চেয়ে, সে কথা ফুরাল
শূন্য দু'হাতে হায় রে হায়
এবার মোরে দাওগো বিদায়---হায়! ॥