ওরে ও সুজন মাঝি তোমার
নাওখান ধীরে বাইও।
যদি দারুণ তুফান আসে ফিরে
তীরের পানে ধাইও।সখী আল্লা ঈশ্বর
সাথি বদর বদর গাইও।অজানা বন্দরে
যদি তোমার তরী ভেড়ে,
মায়াবিনী ডাকিনী যোগিনী
তোমায় ঘিরে ধরে।সখা আল্লা ঈশ্বর
সাথি বদর বদর গাইও।সখী কন্যা গো সুন্দরী
আমি দিলাম সাগর পাড়ি
গজমতীর মালা কাঁকন বালা যাতে (গলে)
তোমায় দিতে পারি।সুজন, চাইনা হার বাহু তোমার
গলে মোর পরাইও ॥