বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৮৪
চলচ্চিত্রের গান

ওরে-ওরে, নরে-হরে, শংকুরে, রামা-শ্যামা, খেঁদি-বুঁচি,
আয় ছুটে আয়---
ওরে-জগা, মাধা-ভজা, কে খাবি আমার ভাজা,
দাঁতে শান্‌ দিয়ে ছুটে আয়---
কড়র-মড়র ! কড়র-মড়র !
কুড়মুড়, কুড়মুড়, কুড়মুড়, তাজা---
আমার এ হরিদাসের বুলবুল ভাজা !
উল্টে খাও কিংবা সোজা,
ডাইনে খেলে বাঁয়ে মজা।
আমার এ...

শোনোরে ভাই মন দিয়া,
একবার রানি ভিক্টোরিয়ার
হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়।
তার পরে যা ব্যাপারখানা,
ছেড়ে দিয়ে ডিনার-খানা,
সকাল-বিকেল-সন্ধ্যে কেবল ভাজা চিবায় !
আয়রে, আয়রে---আয় ছুটে আয়।
রাজা হও কিংবা প্রজা,
না খেলে ভাই যায় না বোঝা।
আমার এ...

আমার এ বুলবুল দানা
নিতে কারও নেইকো মানা
সোনাদানার গরবে এ যায় না কেনা।
খুকুমণি খোকন সোনা, এ তোদের জন্যে আনা
তোদের ঐ মুখের হাসি ছড়িয়ে দেনা
আয়রে, আয়রে--- আয় ছুটে আয়।
আমার এ বুলবুল ভাজা
এ শুধু ছল তোদের খোঁজা।
আমার এ...


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৫৮-৩৫৯