বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৮৯

ওরে ওরে ও
ওরে মন ময়না,
কয় না কথা কয় না
ব্যথা তার বুঝি আর সয় না,
তাই ঘরে মন রয় না।

বলনা কী হয়েছে রে?
ব্যথা কে দিয়েছে রে?
কেন নয়ন ভরোভরো
হৃদয় থরোথরো
বলনা শধু বলনা, ময়না?

ময়না ময়না ময়না,
কয় না কথা কয় না,
ব্যথা তার বুঝি আর সয় না,
তাই ঘরে মন রয় না ॥

ওরে ওরে ও
জীবন জরোজরো,
পাতা ঝরোঝরো,
তবু শিকল খোলে না তো
বাঁধা পশুর মতো।
ঘুরি আপন সীমানায়
চলে দিন রজনী যায়,
কেন সাধের তরণিতে
দূরেতে ভেসে ভেসে
স্বপ্ন চলে যায় রে ময়না?

ময়না ময়না ময়না,
কয় না কথা কয় না,
ব্যথা তার বুঝি আর সয় না,
তাই ঘরে মন রয় না ॥

ওরে ওরে ও
অন্তবিহীন পথে,
হৃদয় মনোরথে
চলে যেতে যেতে দেখি,
ময়না আমার একী ॥

কাঁদে ঝরঝরিয়ে হায়!
কাঁপে থরথরিয়ে হায়!
কেন শেষবিদায় দিতে
সকলি ছেড়ে দিতে
দ্বন্দ কেন বলনা ময়না?

ময়না ময়না ময়না
কয় না কথা কয় না
ব্যথা তার বুঝি আর সয় না
তাই ঘরে মন রয় না ॥