ওরে স্মরণ নদীর পারে, ডাক দিল যাইবারে
পরাণ বন্ধু আইল না---
আমি তবু নদী পার হইলাম না ॥বলো কি করে, কি করে বলি, কী যে দারুণ দহনে জ্বলি
সবই আছে তবু নাই, চাহিনা যা কিছু পাই,
পাই যা তা আর নাহি চাই।
এমন পাগল-পনা, বোঝে না তো কোনো-জনা
সবে ভাবে এ কী যে বালাই ॥জীবনের এই পারে, বকুল পারুল ঝরে
মন ঘরে তাও রইল না---
আমি তবু নদী পার হইলাম না ॥কিছু এমন এমন কথা, বলে বোঝানো যে বাতুলতা
আপন হল যে পর, পর নিয়ে বেঁধে ঘর
ঘর হল যে বালুচর।
গড়ে ভাঙা ভেঙে গড়া, সবই যে সে হল সারা
কবে সাড়া পাব যে তাহার ॥ঘনাল আঁধার ঘন, হাঁক মাঝি দেয় ঘন ঘন
হায় মন তৈয়ার হইল না---
আমি তবু নদী পার হইলাম না ॥