বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৩০

পাগল হাওয়া
কি আমার মতন
তুমিও হারিয়ে গেলে?
ফুলের বনে
হাজারো রঙের মেলায়
সুরভি লুটের খেলায়
তারে নাহি পেলে ॥

বসন্ত যখন
এসে ডেকে যায় আমারে,
কি জানি কিবা রূপে
সে আসে চুপে চুপে
জড়াতে চায় আমারে, বসন্ত যখন।
বনে বনে তখন বাতাসে
মাতালী বাঁশিতে
কি কথা যায় বলে ॥

এবার সাঙ্গ মোর
হয়েছে খেলা
গো বিজয়িনী
ঝরা ফুলে পল্লবে
সে মালা গাঁথো তবে
পরায়ে দাও বিজয়িনী,
এবার সাঙ্গ মোর।
হার মানা হারে আমারে
সাজায়ে সজনী সে বাঁধন দাও গলে ॥

পাঠান্তর:

পাঠান্তর:

(১)
আর কিছু নেই বলার
শেষ হল পথ চলার,
গোধূলির ছায়াঘেরা অস্তবেলায়, ভগ্মখেলায়,
ভুলেছি কি সয়েছি অবহেলা ॥

মনে মনে, যেটুকু স্বপ্ন সাজানো ছিল,
হেলা-ফেলা ঝরা পাতার মতো সে শুকাল,
সবি হল পথেরি ধুলা ॥

যেতে যেতে, কিছু আশার বীজ যাব ফেলে,
পথে পথে তৃণ তরু হয়ে ফুলে ফলে,
শুরু হবে ফুরানো খেলা ॥

(২)
আর কিছু নেই বলার
শুরু হল পথ চলা,
গোধুলির ছায়াঘেরা অস্তবেলায়, ভগ্মখেলায়,
ভুলেছি কি সয়েছি অবহেলা, হেলাফেলা ॥

মনে মনে যেটুকু স্বপ্ন সাজানো ছিল,
খরতাপে ঝরা পাতার মতো সে শুকাল,
তবু সে তো নয় পথের ধুলা ॥

যেতে যেতে কিছু আশার সুর যাব ফেলে,
ফুলে ফলে, হয়তো ভরে সে যাবে কালে কালে,
শুরু হবে ফুরানো খেলা ॥