পল্লবিনী গো সঞ্চারিণী
মন না দিয়ে আর পারিনি
যতদূর চাহি আকাশে আভাষে
তোমারই দু'টি নয়নের চাহনি ॥হাসি রাশি তার ঝরনা ঝরে
কুসুম দু'টি মন গন্ধে ভরে
যখন সে চলে চরণে প্রাণ ঢলে
ছম ছম ছম রিনিকি ঝিনি ॥
যতদূর চাহি... ॥তাহার হাতে মন যা খুশি করা
এ মন যেমন খুশি ভাঙা বা গড়া
এই শুধু জানি, আমার এ মনখানি
দাম কিছু না দিয়ে নিয়েছে কিনি ॥
যতদূর চাহি... ॥