পাড়ে থাক পিছে এই গান
ক্রন্দনের, বন্ধনের, সঙ্গিনী যত তান
আজ স্বপ্ন পড়ে ধুলায়
ছন্দ পাখি কুলায়, ফিরে গেছে
আমার সুরহীনা অভিযান ॥যাত্রাপথের শুরু
দুরু দুরু হায় ভীরু
মন যে জানে না পথের দিশা।
মেঘ গরজে গুরু
গুরু গুরু ঝুরু ঝুরু,
বাদলে আঁধারে ভরা নিশা।
আর কোনোদিন সেই সুরের সুরভি
দেবে না তার দান॥সান্ত্বনা এই শুধু
চাওয়া পাওয়ার, দেওয়া নেওয়ার
যা কিছু কামনা ছিল আমার,
কি জানি কিসের জাদু?
ফেলে এলাম ভুলে গেলাম,
নিজেরে হারায়ে পেলাম আবার।
আগামীর হাসি গান বিকশিত সেই প্রাণ
জীবনে প্রতিদান ॥