বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১০

পথে এবার নামো সাথি
পথেই হবে এ পথ চেনা
জনস্রোতে নানান মতে
মনোরথের ঠিকানা
হবে চেনা হবে জানা ॥

অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে,
তোমার আমার সবার স্বপন
মেলাই প্রাণের মোহানায়
কিসের মানা?
হবে চেনা হবে জানা ॥

তখন এ গান তুলে তুফান
নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে
কিসের বাধা, বিপদ বরণ মরণ-হরণ
চরণ ফেলে সে যায় হেঁকে।

তখন তো আর শোষণ-বাঁধন মানব না
সবার এ দেশ সবার ছাড়া তো জানব না
পরোয়া নেই আকাশ-বাতাস
হবে আশার পরোয়ানা
কিসের মানা?
হবে চেনা হবে জানা ॥