বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৪৫

প্রজাপতি প্রজাপতি
আমার ইচ্ছা হয়ে বনে বনে ঘাসে ঘাসে
ওড়ে আর ফেরে---
প্রজাপতি, প্রজাপতি, প্রজাপতি ।

আমার মনের মতো
ছোটো এক ছেলে তার জাল নিয়ে পিছু ধায়
ধরতে ধরতে চায়---
প্রজাপতি প্রজাপতি, প্রজাপতি ॥

লাল, নীল, সাদা, কালো, হলদে, বেগুনি রঙ
কত শত প্রজাপতি হায়!
সারাদিন ধরে ধরে ছোট্ট ঝুলিতে ভরে
একদিন ঘরে ফিরে যায়,
খুলে দেখে, সে দেখে যে
ঝরে ঝরে মরে গেছে প্রজাপতি! ॥

আমার আর এক সাধ তুমি তার নাম ছিল,
তারও হাতে জাল ছিল হায়!
আমার মনেরি মতো ছোট্ট শিশুকে ধরে
বুকে বেঁধে রেখে দিলে তায়,
মরি হায়রে হায়রে কেঁদে কেঁদে
তারও গেল দিন ও রাতি! ॥