প্রতিদিন প্রতিক্ষণ সাধারণ এ জীবন যাপন আর ভালো লাগে না ॥
ছিল মনে সব ফেলে, নিজের যা কিছু ঢেলে সাজিয়ে দেব
ঘরে ঘরে ঝংকারে হাজার মনের তারে বাজিয়ে নেব।
যে রাগিণী শুরু হবে সেই কলরবে
পাখিদের কুঞ্জন, ছন্দের গুঞ্জন
তাথৈ তাথৈ ছনন্ ছনন্ ॥
x ০ x হ্মপ র্সা প প হ্মপ র্সাহ্ম পন হ্মপ হ্মপ ধপ হ্মপ রেম ০ x ০ গ - - - র্গর্রে র্মগ -র্স নর্স র্সন র্রর্স -ণ ধণ x ০ x ণধ র্সণ -ধ পধ প -ম গ - সগ মপ নর্স র্রর্গ ০ x র্মর্গ র্সণ ধপ মগ প - - - বারেবারে হার মেনে, আবার ঘরের টানে এসেছি ফিরে
নতুনের সন্ধানে মহামানবের এই সাগরতীরে।
ঢেউয়ে ঢেউয়ে দুলে দুলে
এই কূলে কূলে,
ভেসে যাব কল্লোলে জনতার কলরোলে
অনন্তের ঐ দিগন্তে লীন ॥
x ০ র্সন পন পগ পগ সগ পম র্রন্ প্ন্ x ০ রস গর মগ প নর্স -স - -