বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৫৫

প্রতিদিন প্রতিক্ষণ সাধারণ এ জীবন যাপন আর ভালো লাগে না ॥

ছিল মনে সব ফেলে, নিজের যা কিছু ঢেলে সাজিয়ে দেব
ঘরে ঘরে ঝংকারে হাজার মনের তারে বাজিয়ে নেব।
যে রাগিণী শুরু হবে সেই কলরবে
পাখিদের কুঞ্জন, ছন্দের গুঞ্জন
তাথৈ তাথৈ ছনন্‌ ছনন্ ॥

xx
হ্মপর্সাহ্মপর্সাহ্মপনহ্মপহ্মপধপহ্মপরেম
x
---র্গর্রের্মগ-র্সনর্সর্সনর্রর্স-ণধণ
xx
ণধর্সণ-ধপধ-ম-সগমপনর্সর্রর্গ
x
র্মর্গর্সণধপমগ---

বারেবারে হার মেনে, আবার ঘরের টানে এসেছি ফিরে
নতুনের সন্ধানে মহামানবের এই সাগরতীরে।
ঢেউয়ে ঢেউয়ে দুলে দুলে
এই কূলে কূলে,
ভেসে যাব কল্লোলে জনতার কলরোলে
অনন্তের ঐ দিগন্তে লীন ॥

x
র্সনপনপগপগসগপমর্রন্‌প্‌ন্‌
x
রসগরমগনর্স-স--