বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১০
ছোটদের গান

পুতুল পুতুল খুকুমণির আজকে হবে বিয়ে,
তাই বাজনা বেজেছে,
গয়না, বেনারসি পরে কনে সেজেছে।
হাতভাঙা জাপানি পুতুল টোপর মাথায় দিয়ে
বায়না ধরেছে,
লাল-টুকটুক খুকুমণি মনে ধরেছে।

আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ উলু দেরে লগ্ন এসেছে ॥

সুর্কির পান্তুয়া, চুনের হয়েছে সন্দেশ,
লাল নীল সব পুঁতির ঠাসা হয়েছে দরবেশ,
মা দিয়েছে আলুর খোসা, লুচি হয়েছে,
খাবে বলে খোঁড়া ভালুক ব্যস্ত হয়েছে।
কতদিকে দেখি বলো একলা মানুষ
সামলানো এক জ্বালা হয়েছে !
আয় আয় ছুটে আয়... ॥

বরযাত্রী যাবে বলে সবাই ধরেছে,
নিগ্রো পুতুল কালো মেয়ে টুপি পরেছে,
বরকর্তা পেটমোটা চীনেটা হয়েছে,
হাতি, ঘোড়া, কোমর বেঁধে তৈরী হয়েছে।
অনেক ধরাধরি করে দাড়িওয়ালা
রবি ঠাকুর পুরুত হয়েছে !
আয় আয় ছুটে আয়... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮১