চলচ্চিত্রের গান
এই গানটির দুইটি পাঠান্তর রয়েছে। দুইটি গান একই সিনেমার। একটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অপরটি গেয়েছেন সবিতা চৌধুরী।
১রাত কুহেলি ছড়ানো,
পথ সুদূরে হারানো,
সাথি যদি সে আসে কাছে
সুরে সুরে মন ভরানো ॥ঐ মহাকাশ বুঝি
যুগ যুগ যায় খুঁজি,
কবে তুমি আমি যাব বলে
এত তারা দিয়ে ভরানো ॥যা কিছু যায় পিছে
আজ মনে হয় মিছে,
শুধু দু'জনার আঁখি দিয়ে
রঙে রসে মন ভরানো ॥
২রাত কুহেলি ছড়ানো,
পথ সুদূরে হারানো,
সাথি ছিল যে গেছে ফিরে
সুরে-সুরে মন ভরানো ॥দূর দূর দূর থেকে
যায় সে গো যায় ডেকে,
বলে ওরে আর ফিরিবে না
মিছে কেন মন ভরানো ॥যা যারে যা পাখি
আর কিছু নাই বাকি,
পথে যেতে নিভে গেছে আঁখি
বাকি শুধু আঁখি ঝরানো ॥